লিমা খাতুন সিনিয়র রিপোর্টার:- রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে নববর্ষের কনসার্ট। বিকাল থেকে রাত অবদি নানা ধরণের পারফরমেন্স মুগ্ধ করবে দর্শকদের।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এই কনসার্টে কারিগরি সহায়তা দিচ্ছে চীনা দূতাবাস। বাস্তবায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনের মূল আকর্ষণ ড্রোন শো। সেটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায়।
আজ সোমবার (১৪ এপ্রিল) শুরুতে বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দল বেসিক গিটার লার্নিং স্কুলের খুদে শিল্পীদের পরিবেশনার মাধ্যমে আয়োজন শুরু হয়।
এরপর মঞ্চে ওঠেন রাফি অ্যান্ড রকারস (আর অ্যান্ড আর) ব্যান্ড দলের সদস্যরা। তারা ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘সুন্দরী চলেছে একা পথে’র মতো দর্শকপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন।
কনসার্টে সাড়ে চারটার দিকে মঞ্চে ওঠেন মিঠুন চক্র ও জালাল আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে এফ মাইনর, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী ওস্তাদ, সাগর দেওয়ান, পারসা, অ্যাশেস ব্যান্ড ও জাহিদ নিরবের অংশগ্রহণ করার কথা রয়েছে।