স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সদর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খবির গাজী। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মিনাজুর আবেদিন, জেলা সদস্য সেকেন্দার আলী, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্বাস আলী মোল্লা, আরবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রামনগর ইউনিয়নের সভাপতি শাহীন আলম, দেয়াড়া ইউনিয়নের লাল্টু হোসেন, লেবুতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কাশিমপুর ইউনিয়নের মো. নান্নু, নওয়াপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কচুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ফতেপুর ইউনিয়নের আহ্বায়ক আবু কায়েস এবং চুড়ামনকাঠি ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। যশোর সদর আসনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা। একই সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানো এবং ভোট প্রার্থনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।




