সংসদ নির্বাচন ঘিরে যশোরে ২০৯ প্লাটুন বিজিবি মোতায়েন হচ্ছে 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে যশোর রিজিয়নে সর্বমোট ২০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি জানান, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ তিনটি জেলা—যশোর, নড়াইল ও গোপালগঞ্জের ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এসব এলাকায় ১১টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে।

নির্বাচনকালীন সময়ে গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে চেকপোস্ট পরিচালনার পাশাপাশি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় টহল জোরদার করা হবে বলে জানান তিনি। এছাড়া যশোর রিজিয়নের অধীনস্থ অবশিষ্ট ৬টি ব্যাটালিয়ন ১৫টি জেলার ৫১টি সংসদীয় আসনে আরও ১৮০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে।

সংবাদ সম্মেলনে ২০২৫ সালের সার্বিক কার্যক্রম ও সাফল্য তুলে ধরে জানানো হয়, গত এক বছরে যশোর রিজিয়ন ও ৪৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। ৪৯ ব্যাটালিয়ন এক বছরে ৮২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য এবং ৩ কোটি ২৭ লাখ টাকার মাদকসহ মোট ১৬৫ জন আসামিকে আটক করেছে।

এছাড়া যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত বছরে মোট ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৮ কেজি স্বর্ণসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনের সময়েও আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে।”