যশোরে কাঠালগাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের মণিরামপুর উপজেলার ইছানী গ্রাম থেকে শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রামের একটি জমির ভেতরে থাকা কাঠালগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিতে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক একটি কাঠালগাছে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে তারা নিশ্চিত হন, মৃত ব্যক্তি ইছানী গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে জানানো হয়। পরে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জেরে শফিকুল ইসলামকে হত্যা করা হতে পারে। তাদের দাবি, মরদেহে গলায় ফাঁসের কোনো স্পষ্ট দাগ পাওয়া যায়নি। ফলে তাকে হত্যা করে পরে ঝুলিয়ে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, প্রায় এক বছর আগে ওই জমিতে সেচের পানি দেওয়া–নেওয়াকে কেন্দ্র করে শফিকুল ইসলামের সঙ্গে প্রতিপক্ষের বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনায় শফিক মারধরের শিকার হন এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে নিহতের পরিবার ও এলাকাবাসীর ধারণা।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।