স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামিম সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে শামিম শ্রীকান্তনগর বাজারে আফিফ টেলিকম নামে একটি বিকাশের দোকানের সামনে গিয়ে দরজার পাল্লা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় দোকান মালিক আরাফাত হোসেন ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার আগে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজন ব্যক্তিকে দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়।
এ সময় স্থানীয়রা শামিমকে আটক করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা ও জিজ্ঞাসাবাদের জন্য বিকাশের দোকানটির মালিক আরাফাত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, গণপিটুনির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




