নবম পে-স্কেলের দাবিতে যশোরে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবম পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে প্রতীকী অনশন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিটি যশোর জেলা শাখা। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জিএস জাহিদুল হকের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদুল ইসলাম সবুজ, সরকারি কর্মচারী যশোর জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম মিঠু, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শেখ ওবায়দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের কর্মচারী আব্দুর রহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।

প্রতীকী অনশনে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের জীবনযাপন করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে নবম পে-স্কেলের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, নবম পে-স্কেল বাস্তবায়ন শুধু কর্মচারীদের দাবি নয়। এটি সময়ের দাবি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হচ্ছে। দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।