জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

সুইজারল্যান্ড দূতাবাসের উদ্যোগে ও ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল’ (CALL) কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ শীর্ষক দিনব্যাপী আয়োজন। এতে বক্তারা জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য, জ্ঞানভিত্তিক উদ্যোগ ও স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার ওপর জোর দেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) উদ্বোধনী সেশনে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ সংকট কেবল টিকে থাকার প্রশ্ন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্ম ও বহু রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গেও জড়িত। তাই সীমিত সময় ও সম্পদ নিয়ে যৌথ পদক্ষেপ জরুরি।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘CALL নেটওয়ার্ক’-এর উদ্বোধন। সুইজারল্যান্ডের সহায়তায় নয়টি সুইস এনজিও ও বাংলাদেশের ১৮টি অংশীদার প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এ নেটওয়ার্ক স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমকে গতিশীল করবে।

সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমাদের শ্রমশক্তির ভবিষ্যৎ পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় নয়, বরং পরিবর্তনের নেতৃত্ব দেওয়ায় নিহিত।

প্রধান জলবায়ু শপথ পাঠ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফজলুল কবির খান। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স করিন হেঁচো পিনিয়ানি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আইনুন নিশাত।

অনুষ্ঠানের শেষভাগে সাংস্কৃতিক পরিবেশনায় ব্যান্ড জলের গান প্রকৃতি ও নদীর গল্প তুলে ধরে। আর ইকোস অব দ্য ডেল্টা নৃত্যনাট্য দর্শকদের অনুপ্রাণিত করে।

ইভেন্টের জলবায়ু যোগাযোগ অংশীদার ‘জেনল্যাব’-এর সহযোগিতায় আয়োজিত এ উৎসব মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগের এক প্রতীকী উদাহরণ হয়ে থাকবে।