স্বাধীন কন্ঠ ডেস্ক
‘স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য হ্যাঁ ভোটে সিল দিন’এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়ক মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার যুগ্ম সমন্বয়কারী ও খুলনা বিভাগীয় সমন্বয়ক ও গণ অভ্যুত্থান বিষয়ক উপ-কমিটির সদস্য সাজিদ সরোয়ার এবং যুব শক্তি যশোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম।

বক্তারা তাঁদের বক্তব্যে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাতির কাঙ্ক্ষিত পরিবর্তন ও টেকসই উন্নয়নের জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে।
এসময় এনসিপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।




