স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার নওদাপাড়া এলাকার পালবাড়িতে কাবার্ড ভ্যানের চাপায় মিজানুর রহমান (৬০) নামে এক হকার নিহত হয়েছেন। তিনি মমিন নগর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে পালবাড়ি ইমদাদের ফলের দোকানের সামনে পেছন দিক থেকে আসা একটি কাবার্ড ভ্যান তার ওপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় মিজানুর রহমানকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় স্থানীয়রা ঘাতক ভ্যানটি আটক করেছে। নিহতের মরদেহ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




