শিক্ষা কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের স্ত্রী ফেরদৌসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা শহরের হাটিরপাড় এলাকায় নিজবাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফেরদৌসীর এক সন্তান স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে। দীর্ঘ সময় ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের জানায়। স্থানীয়রা মিস্ত্রি এনে দরজার লক ভাঙার ব্যবস্থা করেন। এ সময় ফেরদৌসীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।