ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার ৭ নং লালপুর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ।

জন্ম নিবন্ধন সনদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ খোঁজ নিয়ে জানা গেছে লালপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাবিবুর রহমান ২০১১ সাল থেকে এখন পর্যন্ত লালপুর ইউনিয়ন পরিষদ কর্মরত আছে দীর্ঘদিন ধরেই তিনি এই অনিয়ম এর সাথে জড়িত অভিযোগে তিনি অতিরিক্ত তথ্য বিনিময় জন্ম নিবন্ধন দিয়ে থাকেন সেবা নিতে আসা লালপুর ইউনিয়ন এর ৫ নম্বর ওয়ার্ডের মর্জিনা বেগম অভিযোগ করে বলেন আমার কাছে প্রথম ৩০০০ হাজার টাকা দাবি করে পরে অনেক অনুরোধ করে ১০০০ টাকা দিয়ে জন্ম নিবন্ধন পেয়েছি।
তবে এ বিষয়ে লালপুর ইউনিয়ন সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন অতিরিক্ত অর্থ অভিযোগ সঠিক নয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার নাজিমুল হায়দার বলেন, জন্ম নিবন্ধন অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। তবে এ বিষয়ে তিনি বলেন পাঁচ বছরের কম বয়সীদের 25 টাকা সরকার নির্ধারিত ফি আর 5 বছরের বেশি হলে বেশি ৫০ টাকা নির্ধারিত। তবে কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।