টাঙ্গাইলে জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রুবেল হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের বাসাইলে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে হত্যা করেছে প্রতিপক্ষরা।


শুক্রবার (৩০শে অক্টোবর) বিকেলে হাবলা ইউনিয়নের মোঠরা এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার পুকুরের মাছ ধরাকে ঘিরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁ ও প্রতিবেশী আবু খাঁর পরিবারের মধ্যে ঝগড়া হয়। আজ বিষয়টি মিমাংসার জন্য গ্রাম্মো শালিসের ব্যবস্থা করা হয়। শালিশে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু খাঁর লোকজন আব্দুল লতিফের লোকজনের ওপর হামলা করে।

এতে গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ । আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল লতিফ খাঁকে মৃত ঘোষণা করেন।