মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মিজানুর রহমান খেলাধুলা রিপোর্টার:- সাদা বলের ফরম্যাটে জাতীয় দলের রঙিন জার্সিতে মুশফিকুর রহিমকে আর দেখা যাবে না।

বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন, এবার এলো ওয়ানডে থেকে বিদায়ের বাণী।মুশফিকের অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা আবেগঘন বার্তা দিয়েছেন।

আর আজ বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে।ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম। আজকের ম্যাচে মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে মোহামেডান।

ম্যাচ শুরুর সময় এই উইকেটরক্ষক ব্যাটারকে গার্ড অব অনার দেয় সাদা কালো শিবিরের ক্রিকেটাররা। মূলত আন্তর্জাতিক ক্রিকেট (সাদা বলে) থেকে বিদায় নেয়ায় তাকে এই গার্ড অব অনার দেয়া হয়।ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক।

গার্ড অব অনারের সময় ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজরা।তবে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।ওয়ানডেতে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সমাপ্তি টানলেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের হয়ে এই সংস্করণে ২৭৪টি ম্যাচ খেলে ৩৬.৪২ গড়ে ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। এছাড়া, এই ফরম্যাট ছাড়ার আগে মুশফিকের ঝুলিতে রয়েছে ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্ট্যাম্পিং।