স্বাধীন কন্ঠ ডেস্ক
জীবন ও চাকরির নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা এবং অধিকার প্রতিষ্ঠার দাবিতে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হোটেল মালিকরা নানা অজুহাতে শ্রমিকদের সাথে অবিচার করছেন। কোনো কারণ ছাড়াই অনেককে চাকরি থেকে বরখাস্ত করে রাখা হচ্ছে। বক্তাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়লেও হোটেল শ্রমিকদের মজুরি বাড়েনি। সামান্য বেতনে তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।
শ্রমিক নেতারা বলেন, সরকার হোটেল শ্রমিকদের জন্য এখন পর্যন্ত কোনো বেতন স্কেল চালু করেনি। মালিক পক্ষ আইনের এই ফাঁক ফোঁকড়ের সুবিধা নিয়ে শ্রমিকদের সাথে দীর্ঘদিন ধরে অবিচার করে আসছে। শ্রমিকদের জন্য কোনো স্বাস্থ্য সুরক্ষা বা মানবিক অধিকার নিশ্চিত করা হচ্ছে না।
বক্তারা অবিলম্বে হোটেল শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসহ মানবিক অধিকার নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন সংঘ যশোরের সভাপতি আশুতোষ বিশ্বাস, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, দপ্তর সম্পাদক জিয়াদ হোসেন, এবং শ্রমিক নেতা আয়ুব হোসেন প্রমুখ।




