স্বাধীন কন্ঠ ডেস্ক
সিলেটে ব্লক রেইড চালিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কার্যালয় থেকে ২২ জন শ্রমিক নেতাসহ মোট ৩৭ জন নেতাকর্মীকে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তারের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা কমিটি এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ নেতা কমরেড হাসিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বামপন্থী দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা কমরেড ইকবাল কবির জাহিদ।
তিনি বলেন, ২৪-এর জুলাই অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল। শুধু ছিল বললে ভুল হবে, তারাও রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। অথচ শ্রমজীবীদের রক্তের উপর ভর করে আসা অন্তর্বর্তীকালীন সরকার এখন তাদের পেটে লাথি মারছে।
তিনি আরও যোগ করেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের নামে বামপন্থী নেতাকর্মীদের আটক করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে এবং গত ১৪ মাসে ৭ জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। বর্তমানে নতুন করে বিভিন্ন শিল্প-কারখানা বন্ধের পথে হাঁটছে বলে তিনি অভিযোগ করেন।
কমরেড জাহিদ দেশের বন্দর ও কৃষি মার্কিনীদের হাতে তুলে দেওয়ার বিষয়ে সরকারের ব্যস্ততার সমালোচনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, ব্যক্তি, সংগঠন অপসারণ করলেই শ্রমজীবী মানুষের মুক্তি হয় না। ব্যবস্থা পরিবর্তন করতে না পারলে সাধারণ মানুষের মুক্তি হবে না।তিনি অবিলম্বে সিলেটে আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি কমরেড মাহবুবুর রহমান মজনু,বাসদ যশোর জেলা কমিটির অন্যতম নেতা কমরেড আলাউদ্দিন, রিকশা শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাশেদ খান ও ইমরান হোসেন।
সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা, যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু।
প্রতিবাদ সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।




