জেবিএবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবিদ হাসানকে সংবর্ধনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার আবিদ হাসান জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও সংবর্ধানা প্রদান করা হয়েছে। গতকাল রূপালী ব্যাংকের জোনাল প্রধান ও উপ-মহাব্যবস্থপক সাহাদ আলী, উপ-মহাব্যবস্থাপক হাবিবুর রহমান ও উপ-মহাব্যবস্থাপক সরোয়ার হোসেনসহ জোনাল অফিসের অন্যান্য নির্বাহী কর্মকর্তা কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান এবং সংবর্ধনা প্রদান করেন।

এদিকে, জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের জেলা যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু’র নেতৃত্বে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় কবির হোসেন বাবুর সাথে উপস্থিত ছিলেন যুবদল নেতা শামিমুর রহমান শামিম, কার্তিক সাহা প্রমুখ।

আবিদ হাসান যশোর সরকারি এম এম কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের এম এম কলেজ শাখার সভাপতি ছিলেন। আবিদ হাসান ২০১৪ সালে রুপালী ব্যাংকের অফিসার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি জেলার বাঘারপাড়া উপজেলার খলশি বহরামপুর। তিনি যশোর শহরের বকচর হুশতলা এলাকার বাসিন্দা।

আবিদ হাসান বর্তমানে রূপালী ব্যাংকের যশোর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।
বুধবার রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবিদ হাসান।

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন এবং সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।