২০২৩ সালেও এসএসসি এবং এইচএসসিতে পুনর্বিন্যাস সিলেবাসে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- ২০২৩ সালেও এসএসসি ও এইচএসসিতে পুর্নবিন্যাস সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।রবিবার দুপুরে লালমনিরহাটে উত্তর বাংলা কলেজে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

মন্ত্রী আরও জানান, দেশের শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছে। শুধু পরীক্ষা নিলেই ভালো শেখা হয় না। উন্নত বিশ্বে পরীক্ষার চাপ কম। ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন হতে থাকবে। এ জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক।

সরকার শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে সচেতন।এদিকে সৈয়দপুর বিমানবন্দরে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। আগের জাতীয়করণ করা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের ওপর গবেষণা চলছে এই মুহুর্তে।

সভায় উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোজাম্মেল হক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান ও জেলা প্রশাসক আবু জাফর ও জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বক্তব্য রাখেন।