রোহিঙ্গা প্রত্যাবাসনে দীর্ঘ সময়ের প্রস্তুতি নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমি এখনও বিশ্বাস করি যে রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেক সময় লাগবে। এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং আমাদের আল্টিমেটলি আরও দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে, যাতে করে সমস্যার আমরা সমাধান করতে পারি। সে চেষ্টা চলছে। এটার বিস্তারিত এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলতে চাই না।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, যখন এটা প্রথম স্টেজ শুরু হয়েছিল আমি একজন প্রাইভেট পারসন হিসেবে বলেছিলাম যে সমস্যাটা যেভাবে চিন্তা করা হচ্ছে— দুই-চার মাস বা এক-দুই বছরের মধ্যে সমাধান করে ফেলা হবে, আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলেছিলাম যে, এটা হবে না। এটা যে ধরণ তাতে করে দীর্ঘ সময় লাগবে।

সীমান্তে সংঘাত নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আরাকান আর্মি তো ওই দেশের সরকার। সরকারের একটা এন্টিটি আছে কিন্তু তারা তাদের লিগাল এন্টিটি বলে স্বীকার করে না। আমাদের বিষয়টা হচ্ছে— আমরা তো অফিশিয়ালি তাদের সঙ্গে কমিউনিকেট অবশ্যই করি না, করতে পারিও না। কারণ ননস্টেট একটরের সঙ্গে তো আমরা একটা স্টেট হিসাবে এটা করবো না। বিশেষ করে মিয়ানমারের সঙ্গে তো আমরা সম্পর্ক ত্যাগ করিনি। এমন যদি হতো— মিয়ানমারের সঙ্গে আমরা সম্পর্ক ত্যাগ করেছি। কাজেই আমাদের এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। সেটাই হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার বাহিনী তাদের সঙ্গে একটু সমস্যা আছে সবসময়। এটি একটি সমস্যা যেটা একদিনে শুরুও হয়নি। একদিনে শেষও হয়ে যাবে না।