স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে গণভোটের ‘মক ভোটিং’। বুধবার বেলা ১১ টায় মনিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে এই মক ভোটিংয়ের আয়োজন করা হয়। গণভোটের মক ভোটিংয়ে ভোট দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। নারী পুরুষেরা লাইনে দাঁড়িয়ে অংশ নেন হ্যাঁ/না ভোটে।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের কাছে গণভোটের পরিচিত করতেই এই ধরণের আয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের ব্যালট পেপারের নমুনা নিয়ে এ ভোটের আয়োজন করা হয়েছে। নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই ছিলো এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোট দিয়েছেন। এছাড়া জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের মাধ্যমে জেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান মসজিদ মন্দিরসহ হাট বাজারে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে।




