স্বাধীন কন্ঠ ডেস্ক
জরায়ু মুখ ও স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিনামূল্যে ক্যান্সার পরীক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি, রোটারি ক্লাব অফ ঢাকা, সেইভ লাইফ ফাউন্ডেশন এবং লটারি ক্লাব অব যশোরের যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা রোটারি ক্লাবের সভাপতি মোঃ সেলিম রেজা বাবুল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব যশোর জেলা শাখার সেক্রেটারি মোঃ নাসিম উদ্দিন খানসহ রোটারি ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ।
জরায়ু ক্যান্সার সচেতনতা মাস (জানুয়ারি) উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এতে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




