কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।কুষ্টিয়া গণপূর্তের শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-২০০৫ কুষ্টিয়া জেলার পক্ষ থেকে ১৭ তারিখ সকাল ৮-৩০ ঘটিকার সময় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পন করেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পনের পর সকাল ৯-৩০ ঘটিকায় কুষ্টিয়া গণপূর্ত ইউনিয়ন কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন, গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমান। সভা পরিচালনা করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান৷




