জাতির পিতার সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় জাতির পিতার আত্মার শান্তি চেয়ে করা হয় দোয়া।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এসময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

কিছুক্ষণ নিরবে দাড়িয়ে শ্রদ্ধা জানান তারা। বিউগলে বাজতে থাকে করুন সুর।পরে জাতির পিতার সমাধির পাশে ফাতেহা পাঠ করা হয়। বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত চেয়ে দোয়া করা হয়।এরপর সমাধি সৌধের স্মারক বইয়ে মন্তব্য লেখেন রাষ্ট্রপতি।দলীয় নেতা কর্মীদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে সকাল সাড়ে সাতটার দিকে জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন শেখ হাসিনা।