তারেক আল আজিজ খুলনা বিভাগীয় সংবাদদাতা:- খুলনা শহরের খানজাহান আলী এলাকায় একটি গ্যারেজের মধ্যে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গ্যারেজ-মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার খানজাহান আলী এলাকার তেতুলতলা রেলক্রসিং-এর পাশে একটি গ্যারেজে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই গ্যারেজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী।
তখন হঠাৎ করেই গ্যারেজ-মালিকসহ চারজন বেরিয়ে তাদেরকে জোর করে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। এরপর স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা। রাতেই গ্যারেজ মালিক কামরুল ইসলাম, জীবন, সুমন ও আলাকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকি তিন আসামিকে ধরতে অভিযান চলছে।শনিবার সকালে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, দলগত ধর্ষণের ঘটনায় চার জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আসামিরা হচ্ছেন—কামরুল, জীবন, সুমন ও আলা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, গণধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।




