বনি আল মামুন রাজশাহী জেলা প্রতিনিধি:-রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ রেজাউল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৯শে মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহীর মোল্লাপাড়া র্যাব ক্যাম্পের একটি দল চারঘাটের হলিদাগাছী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে রেজাউলকে গ্রেপ্তার করে।
রেজাউলের বাড়ী পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায়।র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, রেজাউলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে।
আসামিকে চারঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




