বঙ্গবন্ধুর সমাধিতে ৪৫ দেশের কূটনীতিকের শ্রদ্ধা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:- গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৪৫ দেশের কূটনীতিক শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার দুপুরে সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা পরিদর্শন বইয়ে সই করেন এবং কমপ্লেক্স প্রাঙ্গন ঘুরে দেখেন।পরে কূটনীতিকগণ মুজিবুর রহমান কলেজ প্রাঙ্গণে লোকজ মেলা পরিদর্শন করেন।

সেখানে স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারা। এর আগে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে পদ্মা সেতু পরিদর্শন করেন ৪৫ দেশের কূটনীতিক। তারা বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করেন।এ সময় তাদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।

তাদের স্বাগত জানান মুজিব বর্ষ উদযাপন কমিটির নেতারা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আওয়ামী লীগের নেতারা।