শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে অনলাইনে কাটা যাবে রেলের টিকিট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে রেলের টিকিট।

তবে মোবাইল অ্যাপে নয়, শুধু ওয়েবসাইট http://www.eticket.railway.gov.bd থেকেই সংগ্রহ করা যাবে এসব টিকিট। নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহের জন্য প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে খুলতে হবে নতুন অ্যাকাউন্ট।

অর্থ্যাৎ পুরোনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগ-ইন যাবে না নতুন ওয়েবসাইটে।এই নতুন টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছরের জন্য দায়িত্ব পেয়েছে ‘সহজডটকম’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনলাইন টিকেট ব্যবস্থা সচল করতে ১৫ বছর ধরে ব্যবহূত রেল টিকিটিং সিস্টেমের আদলে একটি সমমানের পদ্ধতি তারা তৈরি করেছেন।

আর এজন্য তারা সময় নিয়েছেন ২১ কর্মদিবস। হার্ডওয়্যার স্থাপন ও প্রশিক্ষণের কাজও শেষ। এখন চলছে অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা। আগের মতোই নতুন এই সিস্টেমেও ৫০ শতাংশ টিকেট অনলাইনে কাটতে পারবেন গ্রাহকরা।২০০৭ থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)। তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি ছিল ১৫ বছরের।

যা শেষ হয় ২০ মার্চ। এরপর নতুনভাবে টেন্ডার করা হলে কাজ পায় রাইড শেয়ারিং কম্পানি ‘সহজডটকম’। প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ সেটআপের জন্য ৫ দিন সময় নিয়েছে।

সেই মোতাবেক শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে রেলের টিকিট।