আন্তর্জাতিক সংবাদ// রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তুরস্কে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘শান্তি আলোচনায় আশান্বিত হওয়ার মতো কিছু নেই।
এমন মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকের বিষয়ে এমন মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে একথা বলা হয়।পেসকভ বলেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যকার চলমান শান্তি আলোচনায় লক্ষণীয় কোনো অগ্রগতি নেই।
তবে, শান্তি আলোচেনা নিয়ে বিস্তারিত কিছু না বললেও বৈঠকে উপস্থিত থাকা প্রধান রুশ প্রতিনিধি ভ্লাদিমির মেডিনস্কি পরবর্তীতে সব তুলে ধরবেন বলে জানান তিনি।এদিকে, ভ্লাদিমির মেডিনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
তবে ক্রিমিয়া এবং ডনবাস অঞ্চল নিয়ে রাশিয়া তার অবস্থান পাল্টায়নি। ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। অন্যদিকে, রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চল দোনেৎস্ক এবং লুহানৎস্ক সম্মিলিতভাবে ডনবাস নামে পরিচিত।
তবে ইউক্রেন রাশিয়ার মূল দাবি পূরণের আশ্বাস দিয়েছে উল্লেখ করে মেডিনস্কি বলেন, যদি তারা প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে ইউক্রেনে ‘ন্যাটোর শক্ত ঘাঁটির‘ হুমকি’ আর থাকবে না।
এছাড়াও, ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং চেরনিহিভ থেকে রুশ সেনার ফিরে আসবে বলেও জানান তিনি।




