ভাসানচরে গেল আরও ১,৫৬২ জন রোহিঙ্গা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিপ্লব কুমার দাস নোয়াখালী জেলা প্রতিনিধি// ১৪তম ধাপের মতো নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে এক হাজার ৫৬২ জন রোহিঙ্গা।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের নিয়ে নৌ বাহিনীর পাঁচটি জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। এরআগে গতকাল কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামে তাদের নিয়ে আসা হয়।পরে তাদের বিএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। পরে সেখানে থেকে ভোর ছয়টায় বোট ক্লাবে নিয়ে আসা হয়।উল্লেখ্য, ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়।

এরপর দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে গত বছরের ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সম্মতি প্রকাশের মাধ্যমে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর।এর আগে দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে। এবারের ত্রয়োদশ দফায় এক হাজার ৯৮৯ জনসহ মোট ২৭ হাজার ৬৭৩ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।