মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// আওয়ামী লীগের সব অপকর্মের হিসাব পাইপাই করে নেয়া হবে। এমন হুঁশিয়ারি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।এসময় বিএনপি মহাসচিব বলেন, যেদিকে তাকাবেন, দুর্নীতি ছাড়া কিছু নেই। আমরা চিন্তাও করতে পারিনা একটা সভ্য দেশে এভাবে চুরি, ডাকাতি চলছে। পাই পাই করে সবকিছুর হিসেব নেয়া হবে।মির্জা ফখরুল আরও বলেন, এই সরকারকে ’চোর’ বললেও ভুল বলা হবে; এটি পুরোপুরি একটি ’ডাকাত’ সরকার। আওয়ামী লীগের আমলে কোনো দিনই দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, আগামীতেও হবে না। এটা আওয়ামী লীগের পুরনো অভ্যাস। ক্ষমতায় থাকলে ক্ষমতার যথেচ্ছ ব্যবহার তারা করে।যেখানে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয়, সে দেশে গরিবদের নিয়ে কী ধরণের উপহাস করা হচ্ছে, তা সহজেই বোঝা যায় বলেও আক্ষেপ করেন বিএনপি মহাসচিব।সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।




