হাসানুল হক ইনুর নাম ভাঙিয়ে হয়রানি, গ্রামবাসীর বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পাবনা জেলা প্রতিনিধি// সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নাম ভাঙিয়ে গ্রামের সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেছে গ্রামবাসী।

ঘটনাটি ঘটেছে পাবনার আমিনপুরে।সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পালিত পুত্র দাবী করে গ্রামের বিভিন্ন লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, পরে টাকার বিনিময়ে সমঝোতার মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে রঞ্জু সিকদার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।

পাবনার আমিনপুরে কয়েক হাজার গ্রামবাসী মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে আমিনপুর বাসস্ট্যান্ড বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ ও মানববন্ধন করে।এলাকার নিরীহ কিছু লোকের বিরুদ্ধে রঞ্জু সিকদার মিথ্যা গণধর্ষণের মামলা দায়ের করলে এলাকাবাসী এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা পাবনা-কাজীরহাট সড়ক অবরোধ করে।

স্থানীয়রা জানান, পাবনা জেলার আমিনপুর থানার আমিনপুর গ্রামে রঞ্জু সিকদার নামে এক ব্যক্তি অজ্ঞাত কারণে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। লোকটি নিজেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মেয়ের জামাই বলে দাবি করেন। প্রকৃতপক্ষে রঞ্জুর স্ত্রী ফাতেমা একসময় হাসানুল হক ইনুর গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেই সম্পর্কের সূত্র ধরে প্রতারক রঞ্জু নানা ধরনের অনৈতিক কাজে লিপ্ত । তার কোনও নির্দিষ্ট পেশা নেই। কিছুদিন আগে রঞ্জু তার নবম শ্রেণিতে পড়া মেয়েকে ইভটিজিং করার অভিযোগ এনে এলাকার কিছু তরুণদের বিরুদ্ধে মামলা করে এবং তাদের জেলহাজতে পাঠান।

এ ঘটনার পরপরই গত ১২ই এপ্রিল রঞ্জু সিকদার তার মেয়েকে গণধর্ষণের অভিযোগে এলাকার ৮ জন গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে আমিনপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসী এই মিথ্যা মামলার প্রতিবাদে ও রঞ্জু সিকদারকে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে পাবনা-কাজীরহাট সড়ক অবরোধ করে।এ সময় বক্তব্য দেন বেড়া উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক বাবু। তিনি স্থানীয় প্রশাসনকে ঘটনার সঠিক তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত রঞ্জু শিকদারকে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যপারে আমিনপুর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সত্যতা যাচাই করে মামলা নেয়া হবে। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম বলেন, তদন্ত করে মামলা গ্রহণ করা হবে।