কিয়েভে সামরিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা: রাশিয়া

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:- ইউক্রেনের রাজধানী কিয়েভে সামরিক কারখানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস। শনিবার (১৬ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদন এই খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ বলেন, নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় শত্রুপক্ষের ১৬ স্থাপনা ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া স্থাপনার মধ্যে রয়েছে সরঞ্জাম, গুদাম এবং অস্ত্র রাখার ঘাঁটি। তিনি আরও জানান, দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভের একটি সামরিক সরঞ্জাম মেরামতের দোকানের হামলা চালানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৫২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।