ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি// কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জালিয়ারদ্বীপ সংলগ্ন এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবাসহ মো. কামাল হোসেন নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি।
তবে এসময় অন্ধকারের সুযোগ নিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে গেছে আরেক পাচারকারী। আটক কামাল হোসেন মিয়ানমারের মংডুর বুথিডং এলাকার মৃত আব্দুল গফ্ফারের ছেলে।শনিবার ভোররাত সাড়ে ৪ টায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
শেখ খালিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে ভোর রাতে বিজিবির একটি দল নাফ নদীতে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে শূণ্যরেখা অতিক্রম করে দু’জন ব্যক্তিকে বাংলাদেশের জলসীমায় আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে।
এসময় একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন অন্ধকারের সুযোগে নদী সাঁতরে মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির সাথে থাকা বস্তা তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজবির এ কর্মকর্তা।




