শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক ইমাম নিহত, আহত ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রবিউল ইসলাম জেলা প্রতিনিধি:- শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় ক্বারী মোরাদ মিয়া (৩৫) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে।

আজ (২৩শে এপ্রিল) বিকাল ৪ টায় শ্রীবরদী পৌরসভার সীমান্তবর্তী সেকদি মোড় সংলগ্ল সেতুর কাছে মোটারসাইকেল-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ইমাম নিহত হন।নিহত মোরাদ মিয়া কলাকান্দা গ্রামের আঃ লতিফের ছেলে। তিনি কলাকান্দা নতুন মসজিদে ইমামতি করেন।

এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। আহতরা হলেন, চককাউরিয়া গ্রামের মৃত মাওলানা ওবায়দুল রহমানের ছেলে খায়ের উদ্দিন (৫০) ও খায়ের উদ্দিনের ছেলে আমির হামজা (১০)।পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মোরাদ, খায়ের ও খায়েরের শিশু ছেলে আমির হামজা শনিবার বিকালে শ্রীবরদী থেকে মাটিয়াকুড়া যাওয়ার সময় পৌর সীমান্তবর্তী সেকদি মোড়ে পৌঁছালে শেরপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজির সাথে ধাক্কা লাগে। এতে তারা গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মোরাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের অবস্থা গুরুত্বর থাকায় তাদেরকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে সিএনজি নিয়ে দ্রুত চালক পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।