৩৩ মাস পর নিজ নির্বাচনি এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// প্রায় তিন বছর পর নিজের নির্বাচনি এলাকা নোয়াখালী যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজাপুরে যাওয়ার কথা রয়েছে তার। পরে তিনি কবিরহাট জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।অসুস্থতা ও করোনাভাইরাসের কারণে তিনি টানা ৩৩ মাস নিজ এলাকায় যেতে পারেননি। সবশেষ ২০১৯ সালের ১৩ই অগাস্ট ঈদুল আজহা উদযাপনে নোয়াখালী গিয়েছিলেন তিনি।

এদিকে, তার আগমনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। ব্যানার ফেস্টুনে দেখা গেছে আগমনী বার্তা।

কাদেরের সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য তার বাড়ির সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। পুলিশ মঞ্চ পরিদর্শন করেছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।