১২ই মে থেকে মাঠে থাকবে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোতাহার হোসেন কুমিল্লা:- নির্বাচনি সহিংসতা ঠেকাতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের এক মাস আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এক প্লাটুন বিজিবি এবং তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

কমিশন সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানানো হয়, ১৫ই মে থেকে এক প্লাটুন বিজিবি এবং ১২ই মে থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে। কমিশনের অতিরিক্ত সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করে যাতে নির্বাচনি বিধি ভঙ্গ করতে না পারে, সে ব্যাপারেও দেখভাল করা হবে। ১২ই জুন পর্যন্ত মাঠে থাকবে এই টিম। আগামী ১৫ই জুন কুমিল্লা সিটি করপোরেশনে ভোট। সভা শেষে ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা সিটি নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১৫ মে থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে আগামী বৃহস্পতিবার (১২ মে) থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মোতায়েন করা হবে। মঙ্গলবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।’আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৫ এপ্রিল ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় আগামী ১৭ মে পর্যন্ত। বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। ইভিএমে হবে এই নির্বাচন।এদিকে কুমিল্লা সিটির সঙ্গে একই দিনে দেশের আরও ১৩৫ ইউনিয়ন, ছয় পৌরসভা ও এক উপজেলায়ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নতুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের এটিই প্রথম নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে। এই কমিশন ভোটে সব দলের অংশগ্রহণ চায়।