শেরপুরে ব্যবসায়ীকে পথরোধ করে বিজিবি সদস্যের গুলি, আহত ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রবিউল হক শেরপুর জেলা প্রতিনিধি:- শেরপুরের নালিতাবাড়ীতে গোহাটি থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে পথ আটকে গুলি করার অভিযোগ উঠেছে দুই বিজিবি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় ওই বিজিবি সদস্যরা সিভিল ড্রেসে ছিলেন, বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের নিচপাড়া পাকা সড়কে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটায় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ওই দুই বিজিবি সদস্যকে আটক করে রাখেন। পরে বিজিবি ও পুলিশের আশ্বাসে তাদের ছেড়ে দেন স্থানীয়রা।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন বলেন, এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। গরুগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাখা হয়েছে।

গরুগুলো চোরাই কি না, তা তদন্তের পর জানা যাবে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দীন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।