কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// রাজধানীর ভাটারা এলাকায় মোহাম্মদ শান্ত নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নুরেরচালা সমতা সড়কে একটি সমবায় অফিসের সামনে এ ঘটনা ঘটে।
২২ বছর বয়সী শান্ত কাজ করতেন টাইলস ফিটিং ও কাপড়ের দোকানে। সাঈদনগরে থাকতেন একটি মেসে।
শনিবার রাতে ওই এলাকার কিছু বখাটে যুবক শান্তকে ডেকে নিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যালে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন বলেন, ‘পুরো শরীর রক্তে ভিজা ছিল। তারপর একটা অটোরিকশা করে নিয়ে যাই মেডিক্যালে। অনেক চেষ্টা করছি ওকে কথা বলানোর। কিন্তু, একটু কথাও বলে নাই। শ্বাস চলছিল। বুঝি নাই ও মারা যাবে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করছেন তারা।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান ফোনোলাপে বলেন, ‘আমরা যে তথ্য পেয়েছি ঢাকা মেডিক্যালে হাসপাতাল থেকে, সেখানে আমাদের একটা টিম গিয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখন তদন্ত করে আমরা আসল ঘটনা সম্পর্কে জানতে পারব।’তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।




