পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা তরুণী বাংলাদেশি হিসেবে পাসপোর্ট করতে এসে চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে ধরা পড়েছেন।

সোমবার (২৩ মে) দুপুরে সাক্ষাতকার দিতে গেলে আঙ্গুলের ছাপ পরীক্ষা করতেই জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।মিয়ানমারের বাসিন্দা মুস্তাক আহমেদের কন্যা জুবাইরা বিবি (১৯) পাসপোর্টের জন্য জন্মনিবন্ধন সনদ, মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদের মাধ্যমে নিজেকে জোবাইদা খানম পরিচয় দেন।

সীতাকুণ্ড সলিমপুরের সৈয়দ নুর ও সালেমা খাতুনের কন্যা পরিচয়ের স্বপক্ষে কাগজপত্র পেশ করেন। পাসপোর্টের জন্য আবেদন জমার পর সাক্ষাতকারের নির্ধারিত সময়ে এলে সন্দেহের বশে অফিস সহকারী লিয়াকত আলী তার আঙ্গুলের ছাপ যাচাই করেন। এ সময় দেখা যায়, এ তরুণী বাংলাদেশি নন।

মিয়ানমার থেকে এসে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ছিলেন। ওই ক্যাম্পে তার রেজিস্ট্রেশন করানো হয়েছে।বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক জানান, দাখিলকৃত কাগজপত্রসহ এ তরুণীকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ যাচাই করে দেখবে এসব কাগজপত্র আসল নাকি বানানো। পরবর্তী পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহন করেন নি।