টয়লেটের সামনে আলগা মাটি, খুঁড়ে মিলল গরু ব্যবসায়ীর লাশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুরের বিরামপুরে ৮ দিন ধরে নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ মিলল তার নিজ বাড়িতেই। পুলিশ মঙ্গলবার বিকেলে তার নিজ বাড়িতে পুঁতে রাখা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও স্বজনেরা জানান, বিরামপুর উপজেলা শহরের পূর্বপাড়া মহল্লার মৃত সুজার উদ্দিনের ছেলে খাদেমুল ইসলাম (৭৫) স্ত্রীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই বসবাস করতেন। তার দুই ছেলে আলাদা বাসায় ও এক মেয়ে স্বশুরবাড়ি থাকতেন।

১৭ মে সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।এ ঘটনায় খাদেমুলের ছেলে রায়হান কবির ২২ মে বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে নিখোঁজের বাড়ি অনুসন্ধান করতে গিয়ে টয়লেটের সামনে প্রাচীর সংলগ্ন কিছু আলগা মাটি দেখে সন্দেহ হয়। পরে সেখানকার মাটি খুঁড়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনসহ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান ওসি।