এই ক্ষেপণাস্ত্রের সমতুল্য পৃথিবীতে নেই : রাশিয়া

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:- রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে শিগগিরই যুক্ত হচ্ছে আরও ৫০টি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, সামারাত-টু নামের ৫০টি নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। শিগগিরই তা পারমাণবিক অস্ত্রাগারে স্থানান্তর করা হবে।প্রতিটি ক্ষেপণাস্ত্রের উচ্চতা ১৪ তলা ভবনের সমান বলে তিনি জানান।রোগোজিন এক টুইটে আরও জানিয়েছেন, রাশিয়ার কামচাতকা এলাকার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এর ফলে সেখানে বিশাল আকারের যে গর্ত তৈরি হয়েছে সেটার ভিডিও প্রকাশ করেছেন এই রুশ কর্মকর্তা।

তিনি বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র।গত মাসে সামারাত-টু ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রের সমতুল্য কোনো অস্ত্র পৃথিবীতে নেই।

এই অস্ত্রের অধিকারী হওয়ার কারণে শত্রুরা রাশিয়াকে হুমকি দেওয়ার আগে অন্তত দুই বার এর পরিণতি সম্পর্কে চিন্তাভাবনা করতে বাধ্য হবে।তিনি আরও জানিয়েছেন, সামারাত-টু ক্ষেপণাস্ত্র বিশ্বের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সব ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

২০১৮ সালে প্রথম এই অস্ত্রের কথা শোনা যায়। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ছয় হাজার ২০০ কিলোমিটার থেকে ১১ হাজার ৮০০ কিলোমিটার বলে ধারণা করা হয়।