তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ৮ হাজার পরিবার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নীলফামারী জেলা প্রতিনিধি:- উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে লালমনিরহাটের পাঁচ উপজেলায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীর তীরবর্তী এলাকার মানুষ।

তিস্তা নদীতে পানি বেড়েছে

গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ভারতের গজলডোবা ব্যারাজে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে পানি বেড়েছে। সোমবার (২০ জুন) দুপুর ১২টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে জেলার হাতীবান্ধা উপজেলায় নদীর তীরবর্তী ৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, ‘প্রতিবছরের মতো এবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সবপ্রকার দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।