আখ ও পাট ক্ষেত ঘেরাও করে ধরা হলো ধর্ষণ মামলার আসামিকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:- প্রায় ২০ বিঘা পাট ও আখের জমি ঘেরাও করে আব্দুস সালাম (৫০) নামে এক শিশু ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার (২ জুন) বিকেলে জেলার নলডাঙ্গা উপজেলার শাঁখাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুস সালামকে (৫০) গ্রেপ্তারের পর রোববার (৩ জুন) আদালতে আনা হয়।স্থানীয়রা জানান, ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন আব্দুস সালামের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ তাকে ধরতে আসে। ওই সময় তিনি মসজিদ থেকে পালিয়ে পাশের আখ ক্ষেতে আত্মগোপনকরেন। এরপর আখ ক্ষেত থেকে পাশের পাট ক্ষেতে জায়গা বদল করেন।

এ অবস্থায় পুলিশ স্থানীয়দের নিয়ে ২০ বিঘা শস্যক্ষেত ঘেরাও করে। পরে আটক হন অভিযুক্ত সালাম। নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ওই মুয়াজ্জিন শাঁখাড়িপাড়ার গ্রামের বাসিন্দা। কিছুদিন আগে তার স্ত্রীর মৃত্যু হয়।

এরপর থেকে বাড়িতে একা থাকতেন তিনি

তার বিরুদ্ধে স্থানীয় পাঁচ বছর বয়সী এক শিশুকে মোবাইলফোনে গেম খেলার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।

পরিবারের লোকজন শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছেন।এ ঘটনায় থানায় অভিযোগ এলে বিকেলে অভিযান চালিয়ে সালামকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ওই ঘটনায় নির্যাতনের শিকার শিশুর দাদী মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।