চুয়াডাঙ্গায় ৯ কেজি রূপার গহনা উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জহুরুল ইসলাম তাঁরা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রাম থেকে ৯ কেজি রূপার গহনা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির ধারণা, এ রূপা ভারত থেকে পাচার করে আনা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উদ্ধার করা ওই রূপার আনুমানিক মূল্য ১১ লাখ ৩১ হাজার টাকা।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, শুক্রবার বিকেলে গোপন খবর আসে ফুলবাড়ি গ্রামে ভারত থেকে বিপুল পরিমাণ রূপার গহনা পাচার করে আনা হয়েছে।

এ সংবাদের ভিত্তিতে বিকেলে ফুলবাড়ি গ্রামের সীমান্ত সংলগ্ন মাঠে অভিযান চালানো হয়। এসময় গ্রামের একটি পাট ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় আট কেজি ৮০০ গ্রাম (৭৫৪ ভরি) রূপার গহনা পাওয়া যায়।

বিজিবি পরিচালক আরো জানান, এ বিষয়ে ৬ বিজিবির নায়েক সুবেদার মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দর্শনা থাকার একটি মামলা দায়ের করেছেন। পরে জব্দ রূপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।