দৌলতপুরে “আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই” শ্লোগানে সাংবাদিক রুবেল হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর প্রেসসক্লাব (ডিপিসি)।

শনিবার সকাল ১০টায় দৌলতপুর থানার সামনে মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দৌলতপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সামনে এসে রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে সাংবাদিক রুবেল হত্যার বিচার চেয়ে শ্লোগানের মাধ্যমে শেষ হয়।

সেসময় দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু’র সভাপতিত্বে বক্তব্য দেন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরিফুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আহাদ আলী নয়ন, দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সাইদুল আনাম, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম সোহাগ, আল্লাহরদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি আহসান হাবীব লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা ইয়াসমিন সুরভী, দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি নাজমুল ইসলাম সহ অন্যান্য গণমাধ্যমকর্মী।

এসসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক রুবেল হত্যা রহস্য উন্মোচন করে হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে জেলার বিভিন্ন গণমাধ্যম সংগঠনের কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ৩রা জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। নিখোঁজের ৪দিন পর ৭জুলাই বৃহস্পতিবার দুপুরে গড়াই নদী থেকে সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধার করা হয়।