মন্ত্রীর পদমর্যাদা পেলেন তাপস-আতিকুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

একইসাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন।

সোমবার এক প্রজ্ঞাপনে এ চার সিটি কর্পোরেশনের মেয়রদের মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদা নির্ধারণ করা হয়েছে। মর্যাদাপ্রাপ্ত মেয়রদের মধ্যে সবচেয়ে বেশিদিন প্রাপ্ত মর্যাদা ভোগ করবেন সেলিনা হায়াৎ আইভী।

তিনি চলতি বছরই মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে ঢাকার দুই মেয়র নির্বাচিত হয়েছেন ২০২০ সালে। চট্টগ্রামের মেয়র নির্বাচিত হয়েছেন গত বছর।

উল্লেখ্য, সাবেক মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। ঢাকার বর্তমান দুই মেয়র নির্বাচিত হওয়ার পর কয়েকবারই তাদের মন্ত্রী মর্যাদা দেওয়ার গুঞ্জন শোনা গেলেও আজ সেটি বাস্তবে রূপ নিলো।

ঢাকা দুই সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। মেয়রদের ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পাঠ করান। তবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তারা সিটি কর্পোরেশনের দায়িত্ব পাননি।

আড়াই মাস পর ১৩ মে দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর ১৬ মে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।