পারখুম বান্দরবান সংবাদদাতা// বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার সেনাদের সাথে রাখাইনের স্বাধীনতাকামী আরাকান আর্মির মধ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। সকাল থেকেই শুরু হয় তীব্র গোলাগুলি।
স্থানীয়রা জানান ঘুমধুমের তুমব্রু এলাকায় ভোর ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত টানা গোলাগুলি চলেছে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের চৌকি ও ক্যাম্পে সেনা সদস্যদের উপস্থিতি বেড়েছে।
এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় এলাকাবাসী। রাখাইনের স্বাধীনতাকামী আরকান আরমিীর বিরুদ্ধে মিয়ানমার সেনাদের এ অভিযানের খবর আনুষ্ঠানিক ভাবে নয়, সীমান্তবর্তী মানুষের মতোই জানে বিজিবি।
তবে অনুপ্রবেশরোধে সতর্ক অবস্থানে তারা। সীমান্ত ঘেঁষে সেনা তৎপরতা রাষ্ট্রীয় বা বাহিনীর মধ্যে আগে থেকে তথ্য বিনিময় না হয়ে থাকলে তা রীতিবহির্ভূত বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
বিজিবি পরিচালক লে. কর্ণেল ফয়জুর রহমান জানান, কাটাতারের বেড়ার পাশ দিয়ে ভারি অস্ত্রসহ সেনা সদস্যদের বিচরণ দেখা যাচ্ছে।নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলছেন, সেনা সমাবেশের বিষয়টি রাষ্ট্রীয় বা বাহিনীগত ভাবে না জানিয়ে হয়ে থাকলে এটিকে কনভেশনের লঙ্ঘন।গত ২ সপ্তাহ ধরে চলছে এই সংঘর্ষ।
বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে চারটি মর্টারের গোলা। যেটির আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।




