ঝিনাইদহ জেলা প্রতিনিধি// ঝিনাইদহের কালীগঞ্জে ৩৯৫টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে উপজেলার তিলাচাঁদপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা (ত্রিরমনি দাসপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কালীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিল।
এসময় সেখানে অভিযান চালিয়ে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. নূর রহমান (৩৮) ও গোপিনাথপুর গ্রামের বাসিন্দা শ্রী স্বপন কুমার দাশকে (৩৭) আটক করে র্যাব।
আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৯৫টি ইয়াবা, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। সন্ধ্যায় আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাব। পরে তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।



