মানিকছড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম বান্দরবান জেলা প্রতিনিধি// খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৪নম্বর তিনটহরী ইউনিয়নের তিনটহরী নামার পাড়া এলাকায় মাদক বেচাকিনির সংবাদে ৩ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের মোহাম্মদ ফাহিম এহেসান এর নেতৃত্বে সেনাবাহিনী ও থানার উপ-পরিদর্শক (এস.আই) শংকর মজুমদারের নেতৃত্বেএকটি টহল গারো সম্প্রদায় ফনিশন মারাক (৬০), তিনটহরী গ্রামের, মানিকছড়ি থানার, খাগড়াছড়ি জেলা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফনিশন মারাক ও তার স্ত্রী আক্রাই দেওয়ান(৪৭) কে আটক করেন এবং ঘর তল্লাশি করে ৫০লিটার চোলাই মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৩পিচ ইয়াবা ও একটি মোবাইলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মালামালসহ মাদক ব্যবসায়ী ফনিশন মারাক ও গৃহীনি আক্রাই দেওয়ানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা রজু করেন।

বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুগল দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরির পাশাপাশি গাঁজা ও ইয়াবা পাচারে জড়িত ছিল।

গোয়েন্দা সূত্রে নজরদারীতে যৌথ বাহিনীর জালে মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করে আদালতে সৌপর্দ করা হয়েছে।