ই’বি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে সদ্য বিদায়ী উপাচার্য ও ট্রেজারারকে সংবর্ধনা প্রদান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া প্রতিনিধি:- ইসলামি বিশ্ববিদ্যালয়ে শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় আইন অনুষদের ডীন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় সদ্য বিদায়ী উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে এক একটি গবেষণাগারে পরিণত করার লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছিলাম। আশা করব পরবর্তী প্রশাসকগণ সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। তিনি আরও বলেন একজন সাধারণ শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব।

শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা,
অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. জাকারিয়ার রহমান, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. মেহের আলী, ড. ইয়াসমীন আরা সাথী, ড. মোস্তফা জামাল হ্যাপি, জনাব আব্দুল্লাহ আল মাসুদ।