পদ্মা সেতুর ছবি ও ভিডিও প্রকাশের নিষেধাজ্ঞা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতুর ছবি ভিডিও প্রকাশে প্রকৌশলীদের নিষেধাজ্ঞা দিয়েছে, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। আজ শনিবার দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি সেতু প্রকল্পের প্রকৌশলীদের কাছে পাঠানো হয়েছে । এখন থেকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ভাইবার সহ বিভিন্ন মাধ্যমে এসব তথ্য শেয়ার করবে না প্রকল্পের প্রকৌশলীরা। এ ব্যাপারে পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম ডেইলি বাংলাদেশ টুডে কে জানান,প্রকল্পের ২৫০ জন প্রকৌশলী কন্টাকটার সহ প্রায় ১০০০ জন কাজ করেন। সবাই যার যা খুশি শেয়ার দেবে, যে কোন একজন কিংবা দুইজন দেবে ,তবে ১০০০ প্রকৌশলী তাদের আইডি থেকে শেয়ার দেবে এটা গ্রহণযোগ্য নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী জানান, পদ্মা সেতুর কনস্ট্রাকশন ভাঙন এরপর সোশ্যাল মিডিয়ার নানা তথ্য ছড়িয়ে পড়ে এরপর থেকেই সেতু প্রকল্পের উদ্বোধন ও কর্মকর্তারা মৌখিকভাবে নানা নির্দেশনা দিয়ে আসছে, এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না সংশ্লিষ্টরা জানান।